728x90 AdSpace

  • Latest News

      Bd Lyrics Finder

      Categories

      Popular Posts

      Friday, December 28, 2018

      এই বৃষ্টি ভেজা রাতে- Artcell




      More lyrics here...

      এই বৃষ্টি ভেজা রাতে

      ব্যান্ডঃ Artcell

      এই বৃষ্টি ভেজা রাতে
      তুমি নেই বলে
      সময় আমার কাটে না
      চাঁদ কেনো আলো দেয় না
      পাখি কেনো গান গায় না
      তারা কেনো পথ দেখায় না
      তুমি কেনো কাছে আসো না?

      এই বৃষ্টি ভেজা রাতে
      তুমি নেই বলে
      সময় আমার কাটে না
      চাঁদ কেনো আলো দেয় না
      পাখি কেনো গান গায় না
      তারা কেনো পথ দেখায় না

      তুমি কেনো কাছে আসো না?

      সমুদ্রের ঝড়ো হাওয়া বলে

      তারা তোমাকে চায়
      তারা তোমাকে চায়
      পাখি মৃদু কণ্ঠে বলে
      তারা তোমাকে চায়
      তারা তোমাকে চায়
      এই শরতেরই সন্ধ্যায়
      তুমি নেই বলে
      সময় আমার কাটে না
      কাঁশফুল কেনো ফোটে না

      ছুঁয়ে ছুঁয়ে যায় না
      মেঘের ভেলায় ভাসেনা
      ভেসে তুমি কেনো আসো না?

      ঝরে যাওয়া সব অশ্রু বলে
      তারা তোমাকে চায়
      তারা তোমাকে চায়
      হৃদয়ে যত অনুভূতি আছে
      তারা তোমাকে চায়
      তারা তোমাকে চায়
      এই বসন্তেরই সন্ধ্যায়
      তুমি নেই বলে
      সময় আমার কাটে না
      ফুলগুলো কেনো হাসেনা
      হৃদয়ে দোলা দেয়না
      আবেশেতে জড়ায়না
      তুমি কেনো কাছে আসো না?

      এই বৃষ্টি ভেজা রাতে
      তুমি নেই বলে
      সময় আমার কাটে না
      চাঁদ কেনো আলো দেয় না
      পাখি কেনো গান গায় না
      তারা কেনো পথ দেখায় না
      তুমি কেনো কাছে আসো না? More...



      • Blogger Comments
      • Facebook Comments

      2 comments:

      1. অনেক ভাল একটি গান

        ReplyDelete
      2. বাংলা গানের লিরিক পড়তে ভিজিট করুন- https://bdlyricist.blogspot.com/

        ReplyDelete

      Item Reviewed: এই বৃষ্টি ভেজা রাতে- Artcell Rating: 5 Reviewed By: ShohanN