728x90 AdSpace

Bd Lyrics Finder

Categories

Popular Posts

Thursday, December 27, 2018

দূঃখ বিলাস- Artcell


More lyrics here...

দূঃখ বিলাস

ব্যান্ডঃ Artcell


তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়
ও যে কোথায় হারালো
 ব্যথা কাকে যে শুধাই...   More...
    





  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: দূঃখ বিলাস- Artcell Rating: 5 Reviewed By: ShohanN