Friday, December 28, 2018

তোমাকে- Artcell


More lyrics here...
তোমাকে

ব্যান্ডঃ Artcell

তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে
তোমার আলোতে

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে



যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে
আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে
অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি
আলোর সিড়ি

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
(তোমাকে)
(তোমাকে)... More...



No comments:

Post a Comment