728x90 AdSpace

Bd Lyrics Finder

Categories

Popular Posts

Thursday, July 11, 2019

আমি খাজনা দেবো না-চিরকুট (Chirkut)


More lyrics here...

আমি খাজনা দেব না

ব্যান্ডঃ চিরকুট (Chirkut)

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো

বুকের খাঁজে মনের ভাজে
সৈন্য পাঠাও আরো
আমার রাজ্যে আমি রাজা
আমি সর্বময়
ভালোবাসার বুলেট বোমা
আমার জন্য নয়
আমার জন্য নয়

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো

ওগো ক্ষেপা ঢেউয়ের নাবিক
ওগো মেঘের আকাশচারী
সত্যি করে বলো দেখি
তোমার কথা না ট্যাঙ্ক লড়ি
কেমন তোমার যুদ্ধনীতি
কেমন বাজারদর
আমার ওপর চাপিয়ে দিলে
ভালোবাসার কর

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো।

ওগো কানা গলির পথিক
ওগো আলোর পাগল পারা
আমার আছে জোনাক পোকা
আর আলোর পাহারা
আমার আছে সুরের মন্ত্র বাঁশি দোতারা

স্বপ্ন বোঝাই যুদ্ধ জাহাজ
রেখেছি প্রস্তুত
প্রতিরোধের কামান
দাগবে আমার শান্তিদূত

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো   More...



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: আমি খাজনা দেবো না-চিরকুট (Chirkut) Rating: 5 Reviewed By: ShohanN