তুমি
ব্যান্ডঃ AFTERMATH
কেন ব্যার্থতার গ্লানি, কেন মিথ্যে ছিলো তোমার সবই
ভালোবাসা ঘৃণার চাদরে ঢাকি, তোমায় ধ্বংসের নীল নকশা
মনের মাঝে আঁকি
ভালোবাসা ঘৃণার চাদরে ঢাকি, তোমায় ধ্বংসের নীল নকশা
মনের মাঝে আঁকি
তুমি আজ নেই যে বলে, একা আমি চলি এ পথে
দাঁড়িয়ে ছিলাম দু'হাত মেলে
মুখ ফিরিয়ে গেলে, আমায় ফেলে
দাঁড়িয়ে ছিলাম দু'হাত মেলে
মুখ ফিরিয়ে গেলে, আমায় ফেলে
কত স্বপ্ন কত আশা ভেঙ্গে, যা ছিলো তোমার নিয়ে
কত গান কত কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে
কত গান কত কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে
পুরোনো দিনের সেই স্মৃতিগুলো মুছে ফেলি সব এক নিমিষে
দেখতে চাইনা তোমার মিথ্যে অভিনয়
শুনতে চাইনা তোমার কথা
দেখতে চাইনা তোমার মিথ্যে অভিনয়
শুনতে চাইনা তোমার কথা
কত স্বপ্ন কত আশা ভেঙ্গে, যা ছিলো তোমার নিয়ে
কত গান কত কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে... নিয়ে নিয়ে নিয়ে
কত গান কত কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে... নিয়ে নিয়ে নিয়ে
মনের ভাবনা বাজে হারানো গীটারে
জং ধরা তার আর বাঁকা ফ্রেট বোর্ডে
ঘরের কোণে থাকা ছবিটাতে
ময়লা জমে হতাশার উত্তাপে
জানি বুঝবে একদিন পেছনে ফিরে
পায়ে ঠেলেছিলে ভালোবাসার ভীড়ে
জং ধরা তার আর বাঁকা ফ্রেট বোর্ডে
ঘরের কোণে থাকা ছবিটাতে
ময়লা জমে হতাশার উত্তাপে
জানি বুঝবে একদিন পেছনে ফিরে
পায়ে ঠেলেছিলে ভালোবাসার ভীড়ে
নেই দরকার তোমায় আজ আমার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
ফিরে চলে যাও আমায় ফেলে আবার
0 comments:
Post a Comment